
ছবি : বাংলাদেশের খবর
নওগাঁর মান্দায় অবস্থিত পাঁচশ' বছরের পুরোনো শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরে রাম নবমী পূজায় হাজারো ভক্তের ঢল নেমেছে।
পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণ কীর্তন, ভোগ নিবেদন, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ এবং মানত দেওয়ার মাধ্যমে এক আনন্দমুখর পরিবেশে পরিণত হয়। রামভক্তদের মিলনমেলায় পরিণত হয় পুরো মন্দির প্রাঙ্গণ।
এ মন্দিরটি নওগাঁ-রাজশাহী মহাসড়কের ৭ কিলোমিটার পশ্চিমে এবং নওগাঁ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আত্রাই নদীর শাখা শিব নদী ও বিল মান্দার তীরে অবস্থিত। প্রায় পাঁচশ' বছর ধরে ঐতিহ্য ধরে রাখা এই মন্দিরে রাম নবমী পূজার প্রথম দিন আজ (৬ এপ্রিল) ভোরে শ্রী রাম চন্দ্রের বিগ্রহে পূজা-অর্চনার মাধ্যমে উৎসব শুরু হয়। পূজা শেষে তীর্থযাত্রীদের জন্য মন্দির উন্মুক্ত করা হয়। এবারে, আগের বছরের তুলনায় ভারতের দর্শনার্থীদের উপস্থিতি কম হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এখানে রাম নবমী পূজা দেখতে ও মানত করতে আসেন।
মন্দিরের পাশে একটি গ্রামীণ মেলা আয়োজন করা হয়েছে। যা পূজার দিনেই লক্ষাধিক মানুষের সমাগম ঘটায়।
স্থানীয় হিন্দু প্রবীণ বৃদ্ধারা জানান, মন্দিরটি একটি অলৌকিক স্থান, যেখানে এক সময় একটি দুর্ঘটনার পর দৃষ্টি হারানো এক ব্রাহ্মণ পুনরায় দৃষ্টি ফিরে পান। সেই থেকেই মন্দিরটির প্রতি মানুষের বিশ্বাস গভীর হয়েছে। এই বিশ্বাসে, রাম নবমী পূজার দিনে দৃষ্টি-প্রতিবন্ধী শিশুদের নিয়ে আসা হয় মন্দিরে।
মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামানিক জানান, রোববার ভোরে পূজা-অর্চনার পর মন্দিরের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়, যাতে ভক্তরা শান্তিপূর্ণভাবে ঠাকুর দর্শন করতে পারেন। দুপুরে অন্নভোগ ছাড়াও পদাবলি কীর্তন ও ভজন সঙ্গীতের আয়োজন করা হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনছুর রহমান বলেন, ‘পূজা শান্তিপূর্ণভাবে ও সুশৃঙ্খলভাবে পালিত হচ্ছে। প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।’
আব্দুর রাজ্জাক/এমআই