Logo

সারাদেশ

মাদক গ্রহণের ভিডিও ভাইরাল হলেও অধরা ‘মাদক রাজারা’

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, মুন্সীগঞ্জ

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৩২

মাদক গ্রহণের ভিডিও ভাইরাল হলেও অধরা ‘মাদক রাজারা’

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গড়ে তুলেছেন ‘মাদকের রাজ্য’। এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করেন মিথ্যা মামলা ও হামলার ভয় দেখিয়ে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। এমনই অভিযোগ উঠেছে সুমন শেখ, সাবিদ হাসান মুন্না ও অনিক বেপারী নামে তিন ব্যক্তির বিরুদ্ধে।

সম্প্রতি তাদের মাদক গ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আলোচনা-সমালোচনার শোরগোল পড়ে গেলেও লৌহজং থানা পুলিশের কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। বরং পুলিশ বলছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

জানা গেছে, উপজেলার বেজগাঁও ইউনিয়নের ওয়ার্ডের পঞ্চার-বাড়ি এলাকার মো. বাদল শেখের ছেলে সুমন শেখ এবং একই এলাকার সাবিদ হাসান মুন্না ও অনিক বেপারী দীর্ঘদিন ধরে স্থানীয় যুবসমাজের মধ্যে মাদক বিক্রি করে আসছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,, সুমন, মুন্না ও অনিক এখন লৌহজংয়ে ‘মাদকের রাজা’ হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। তারা ভয় দেখিয়ে মিথ্যা মামলা দায়ের ও হামলার হুমকি দিয়ে থাকেন।

গত ৪ এপ্রিল কানাডা থেকে প্রবাসী সাংবাদিক মতিউর রহমান রিয়াদ মাদক গ্রহণের ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ক্যাপশনে লেখেন, ‘পুলিশের নাকের ডগায় মাদক সেবন, পুলিশ নীরব! লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় মাদকের সাম্রাজ্য ধ্বংসের পর মাদক ছড়িয়ে পড়েছে উপজেলার আনাচে-কানাচে। এমনই চিত্র উঠে এসেছে গোপন ক্যামেরায়, বেজগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পঞ্চারবাড়ি এলাকার মো. বাদল শেখের ছেলে সুমন শেখ ও একই এলাকার মো. সাবিদ হাসান মুন্নার মাদক গ্রহণের ভিডিও চিত্র। এদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী।’

মুহূর্তেই সুমন ও মুন্নার মাদক গ্রহণের ভিডিওটি ছড়িয়ে পড়লে একাধিক সূত্র থেকে সুমন ও মুন্নার মাদক গ্রহণের ছবিও ও একই এলাকার অনিক বেপারীর মাদক গ্রহণের ভিডিও পৌঁছে যায় এই প্রতিবেদকের হাতে। ভিডিওটিতে দেখা যায়, অনিক বেপারী নামক এক ব্যক্তি মাদক সেবন করছেন।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা সচেতন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’  

  • নাজমুল ইসলাম পিন্টু/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর