Logo

সারাদেশ

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০২

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রিয়াদে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মো. রফিক নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। বাংলাদেশ সময় রোববার (৬ এপ্রিল) বিকাল ৪ টার দিকে তার মৃত্যু হয়। মো. রফিকের বড় ভাই মো. অহিদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. রফিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তার পরিবারে স্ত্রী ও ৩ ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে মো. রফিক সৌদি আরবে পাড়ি জমান। সেখানে রিয়াদ শহরের আল তুহিন কোম্পানিতে কর্মরত ছিলেন। সর্বশেষ ৫ মাস আগে ছুটি কাটিয়ে আবারও সৌদি আরব ফিরে যান।

রোববার দুপুরে কাজ করার সময় হঠাৎ করে হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে অন্যান্য কর্মীরা তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় তার মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছানোর পর পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

রফিকের ফুফাতো ভাই মো. সোহরাব বলেন, রফিক একজন কর্মঠ লোক ছিলেন। দেশে থাকতে তিনি কাজ ছাড়া কিছুই বুঝতেন না। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে অনেক কষ্ট করে তিনি বিদেশে যান। হঠাৎ তার এভাবে চলে যাওয়ার কথা কখনো ভাবতে পারেননি।

স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর হোসেন জানান, রফিক একজন ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় হাসিমুখে কথা বলতেন। প্রবাসে থাকলেও এলাকার মানুষের সাথে যোগাযোগ রেখে সহযোগিতা করতেন। তার মৃত্যুর খবর শুনে তিনি খুবই মর্মাহত হয়েছেন। তাকে এভাবে চলে যেতে হবে, তা কল্পনা করতে পারেননি।

কাজী মফিকুল ইসলাম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর