মৌলভীবাজারে আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৩:১০

মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়াকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ৫-৬ জনের একটি সংঘবদ্ধ দল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নিহত সুজন মিয়া মৌলভীবাজার পৌর এলাকার পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. জহিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অ্যাডভোকেট সুজন মিয়া আদালত এলাকার একটি ফুচকার দোকানের সামনে ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।
মৌলভীবাজার জেলা বারের আইনজীবী ও সরকারি সহকারী আইনজীবী এস এ এম হাবিবুল্লাহ জানান, অ্যাডভোকেট সুজন মিয়া আমার বন্ধু। আমরা একসঙ্গে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হই। কিছুক্ষণ আগে তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহরিয়ার খান সাকিব/এমবি
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন