Logo

সারাদেশ

সাটুরিয়ায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৬:০৬

সাটুরিয়ায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

ছবি : বাংলাদেশের খবর

৮ দফা দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ধানকোড়া ইউনিয়নের দোতরা এলাকায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাঠে এ কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থী এম এ আল নোমানসহ একাধিক শিক্ষার্থী বলেন, ‘আমাদের আট দফা দাবি না মানলে আমরা পরীক্ষায় বসবো না। আমাদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি যথারীতি চালিয়ে যাবো। আমাদের ভবিষ্যতের নিশ্চয়তা চাই, উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ চাই। একাধিকবার আমাদের আশ্বস্ত করার পরেও আমাদের দাবিগুলো মেনে নেয়া হয়নি।’

শিক্ষার্থীদের দাবিকৃত আট দফা দাবিগুলো হলো :

১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।

২. উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে।

৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধিনস্ত থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।

৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।

৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেল বেতন দিতে হবে।

৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।

৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকুরীতে প্রবেশের ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর