Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে 'প্রত্নকথা' ভ্রমণবইয়ের মোড়ক উন্মোচন

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৬:৪৫

মুন্সীগঞ্জে 'প্রত্নকথা' ভ্রমণবইয়ের মোড়ক উন্মোচন

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ভ্রমণবই ‘প্রত্নকথা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সভা শেষে বইটির মোড়ক উন্মোচন করেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভ্রমণবইটি সম্পর্কে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, ‘এ বইয়ের মাধ্যমে মুন্সীগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, পর্যটন শিল্পকে সমৃদ্ধ করা এবং আগামীর প্রজন্মের কাছে পরিচিতি আনার লক্ষ্যে আমরা কাজ করছি।’

বইটিতে মুন্সীগঞ্জের ৬২টি প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানের বর্ণনা, অবস্থান, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়া, তিনটি ট্যুর প্ল্যানও অন্তর্ভুক্ত করা হয়েছে। যা দেশি-বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয়।

এ বইটির সব তথ্য বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে এবং অনলাইন ভার্সন জেলা প্রশাসনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বইটির সম্পাদনা করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ।

মো. আবু সাঈদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর