
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের পাশে বাছেদ মুন্সির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর খননের সময় মাটির নিচ থেকে মরদেহটি বের হয়ে আসে। ভেকু চালক শামীম শেখ আশেপাশের লোকজনকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান, বিষয়টি জানার পর মরদেহটি উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সুমন রায়/এআরএস