Logo

সারাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জে শিগগিরই মেডিক্যাল কলেজ স্থাপন হবে

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৭:০৬

মুন্সীগঞ্জে শিগগিরই মেডিক্যাল কলেজ স্থাপন হবে

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ শিগগিরই স্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (৭ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার উন্নয়ন সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, ‘আমাদের এখানে ডিসিশন হয়ে গেছে, খুব শিগগিরই একটি মেডিক্যাল কলেজ চালু করা হবে। হয়তো এক মাস বা দুই মাসের মধ্যে এটি উদ্বোধন করা যাবে। এছাড়া, মুন্সীগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্যে ভাঙ্গা রাস্তা মেরামত, কুন্ডেরবাজার ব্রিজ ও দিঘিরপাড় সেতু নির্মাণ, শিল্পকলা একাডেমি এবং পৌরভবন সংস্কারের পরিকল্পনাও রয়েছে।’

এসময় শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ছয়জন সচিব, ট্যুরিজম বোর্ডের প্রধান এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় মুন্সীগঞ্জের রাস্তা উন্নয়ন, কাটাখালী খাল সংস্কার এবং মাওয়া ফেরিঘাট অঞ্চল উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া, মুন্সীগঞ্জ জেলার ভ্রমণবই 'প্রত্নকথা'  বইয়ের মোড়ক উন্মোচনও করা হয়।

মো. আবু সাঈদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর