চাঁপাইনবাবগঞ্জে কালিতলা বিলে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৯:৩৯

ছবি : বাংলাদেশের খবর
চাঁপাইনবাবগঞ্জের কালিতলা বিলে (দ্বারিয়াপুর-হরিপুর বিল) বিষ প্রয়োগ করে মাছ ও প্রকৃতির উপকারী জীবসহ পোকা-পাকড় নিধন করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) রাতে বিলের একটি অংশে পলিথিন ও জাল দিয়ে বিষ প্রয়োগ করা হয়। রোববার সকালে বিলে হাজার হাজার মরা মাছ ভেসে উঠলে তা ইজারাদারের লোকজন জাল দিয়ে তুলে বাজারজাত করেন বলে অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিলে বিষ প্রয়োগ করা নিষিদ্ধ, আমি ঘটনাটি খোঁজ নিচ্ছি। যদি বিষয়টি সত্যি হয়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিলের ইজারাদার মো. ওসমান গণি বাবু বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমরা লক্ষ লক্ষ টাকার মাছ ছাড়া কিছু ধরব না।’ তবে বিষ প্রয়োগের আইনগত ভিত্তি জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘এ ব্যাপারে মৎস কর্মকর্তাদের কাছে জানতে হবে।’
কালিতলা বিলটি ২০২২ সালে ৩ বছরের জন্য নিমগাছি হরিপুর মৎস্য জীবি সমিতি লিমিটেডে লিজ দেয়া হয়। এ বিলটি মাছের প্রজনন বাড়ানোর জন্য একটি সংরক্ষিত স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু বিষ প্রয়োগের ফলে লাখ লাখ টাকার মাছ মারা যেতে পারে।
বিলের পার্শ্ববর্তী বাসিন্দা মো. আলতাব আলী জানান, ‘বিলে বিষ প্রয়োগের কারণে এলাকার মানুষ গোসলসহ দৈনন্দিন কাজ করতে পারছেন না এবং কয়েকটি হাঁসও মারা গেছে।’
উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাসমিনা খাতুন বলেন, ‘বিলে বিষ প্রয়োগ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ, আমি দ্রুত ব্যবস্থা নেব।’
বদিউজ্জামান রাজাবাবু/এআরএস