পিটিয়ে যুবকের হাত-পা ভেঙে দেওয়া সেই কিশোর গ্যাংয়ের ৪ জন আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:১৬

ভোলার লালমোহনে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. মোছলেউদ্দিন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) বিকেলে তাদের ভোলা আদালতে প্রেরণ করা হয়েছে।
আটকরা হলেন, ফরাজগঞ্জে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পেশকারহাট এলাকার মো. সালাউদ্দিনের ছেলে মো. সিয়াম, মো. মোসলেউদ্দিনের ছেলে মো. সাকিব, মো. শাহাবুদ্দিনের ছেলে মো. রনি ও মো. খোকনের ছেলে মো. পারভেজ।
আরও পড়ুন : মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকের হাত-পা ভাঙল কিশোর গ্যাং
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, উপজেলার ফরাজগঞ্জ এলাকার মোসলেউদ্দিন নামের যুবককে মারধেরর ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ জনকে আটক করা হয়েছে।’ তবে গ্যাং লিডারকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্যাং লিডারকে আটকের চেষ্টা অব্যাহত আছে। বর্তমানে তার লোকেশন অনুযায়ী সে মাদারীপুরে অবস্থান করছে বলে জানতে পেরেছি। আমরা মূল আসামিকে ধরার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি। আশা করছি, খুব শিগগিরই তাকে আটক করতে পারব।’
উল্লেখ্য, শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজার সংলগ্ন হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কিশোর গ্যাংয়ের সদস্যদের মাদক সেবনে বাধা দেওয়ায় মোসলেউদ্দিন নামের এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় ওই গ্যাং। মোছলেউদ্দিন বর্তমানে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) চিকিৎসাধীন রয়েছেন।
এস মেজবাহ/এমজে