Logo

সারাদেশ

কালীগঞ্জে ঘরের চালে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:৪১

কালীগঞ্জে ঘরের চালে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের ‘লাইনম্যানের অবহেলা’য় বিদ্যুতায়িত হয়ে শামীম শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় জাংগালিয়া গ্রামের শেখ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শামীম উপজেলার জাংগালিয়া গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে শিশুটির মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছেন নিহতের চাচা এবাদুল্লাহ।

নিহতের চাচা জানান, সন্ধ্যায় ঘরের ছাদের সামনে থাকা পাইপে জমে থাকা পাতা পরিষ্কার করতে গিয়ে বারান্দার টিনের চালে ওঠেন শিশু শামীম। পরে ঘরের চালে হাত দিতেই সে বিদ্যুতায়িত হয়ে নিচে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত এসে শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন রাত সাড়ে ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার আগের দিন রোববার রাতে কালবৈশাখি ঝড়ে এলাকার একটি পুরাতন কাঠের বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত লাইনম্যানকে জানানো হলে তিনি খুঁটি পরিবর্তনের আশ্বাস দিলেও ভাঙা খুঁটিতেই বিদ্যুৎ সংযোগ দিয়ে যান। এতে শামীমদের বাড়ি বিদ্যুৎহীন থাকলেও পাশের ঘরগুলোতে সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, ভাঙা খুঁটির সংযোগ থেকেই বিদ্যুৎ ছড়িয়ে শিশুটির মৃত্যু ঘটে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, বিষয়টি থানায় জানানো হয়নি। তাই পুলিশ এখনও অবগত নয়।

এ বিষয়ে কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আক্তার হোসেন বিদ্যুতের খুঁটি ভাঙা ছিল বলে স্বীকার করেছেন। ওই খুঁটি থেকে ৫টি মিটারের সংযোগও ছিল বলে জানান তিনি।

ডিজিএম জানান, কাভার তার থাকার কারণে গ্রাহকদের অনুরোধে ভাঙা খুঁটিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। ঘরের চালে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যুর বিষয়টি তার জানা নেই। তবে তদন্ত করে সংশ্লিষ্ট লাইনম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

রফিক সরকার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর