বগুড়ায় ‘এসএমএস জেরে’ যুবককে হত্যার অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৩:৫৬
-67f4d6c53f499.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে একটি এসএমএস ঘিরে কাবিল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করে হাসপাতালে মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ৮টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবার।
নিহত কাবিল হোসেন শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের শাজাহান আলীর ছেলে।
কাবিল হোসেনের স্ত্রী শাপলা খাতুন জানান, সোমবার বিকেলে কাবিল মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে তাকে ফোন করে সন্তানের ওষুধ আনার কথা বলা হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে জানতে পারেন, কাবিলের মরদেহ হাসপাতালে রাখা আছে। স্থানীয়ভাবে জানা গেছে, রাত ৩টার দিকে কাবিলকে তার ফুফু শাশুড়ির ছেলে দেবর সজিব হাসপাতালে রেখে পালিয়ে যান।
শাপলা খাতুন আরও জানান, প্রায় সাত মাস আগে ভুল করে একটি ‘নাইস’ লেখা এসএমএস সজিবের ভাবির মোবাইলে চলে যায় কাবিলের মোবাইল থেকে। এ নিয়ে আমার স্বামী ভুল স্বীকারও করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে আমার স্বামী কাবিলকে হত্যা করা হয়েছে।
প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে সুমাইয়ার সঙ্গে কাবিলের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার তিনি মেলা থেকে বাজার করে মোটরসাইকেলযোগে সুমাইয়ার বাড়িতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে প্রেমিকা সুমাইয়ার পরিবার তাকে হত্যা করে রাত ৩টার দিকে সজিবের মাধ্যমে মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়। সুমাইয়ার বাড়ি থেকে কাবিলের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে সজিবের বাড়িতে তালা লাগানো রয়েছে এবং পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পরকীয়ার জেরে কাবিলকে হত্যা করেছে সুমাইয়ার পরিবার। তাদের বাড়ি থেকে নিহতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে।
আব্দুল ওয়াদুদ/এমবি