Logo

সারাদেশ

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় ১০ শিক্ষার্থীসহ আহত ১২

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৪:২২

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় ১০ শিক্ষার্থীসহ আহত ১২

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ১০ স্কুল শিক্ষার্থীসহ ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১০টার দিকে গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন- মাইলমারী গ্রামের সাইফ আলী, লাবিবা খাতুন, পরশ, রাব্বী হক, ফাহিম হোসেন, ফাইজা খাতুন, রিতু, স্কুল ভ্যানচালক উজ্জ্বল হোসেন, মোটরসাইকেল চালক বেল্টু মিয়া ও অটোরিকশাচালক উজ্জ্বল হোসেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন। তারা গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া নামক স্থানে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল স্কুলভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে যায় এবং ১০ শিক্ষার্থীসহ ১২ জন আহত হন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আকতারুজ্জামান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর