Logo

সারাদেশ

মানিকগঞ্জ জেলা আ.লীগ সভাপতির জামিন নামঞ্জুর

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৪:৪০

মানিকগঞ্জ জেলা আ.লীগ সভাপতির জামিন নামঞ্জুর

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ এপ্রিল) মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ আদেশ দেন।

এদিন সকাল সোয়া ১১টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন। তার পক্ষে জামিনের আবেদন করে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা। 

দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থনা করেন। পরে আদালতের বিচারক জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ আদেশ দেন। 

ঘটনার সার্বিক বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যে সে মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিল। পরে সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে কোন কোন মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এবং আজ কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে, এর সুনির্দিষ্ট তথ্য বিকেলের আগে দেওয়া সম্ভব নয় বলে জানান কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের।

আফ্রিদি আহাম্মেদ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর