Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি'র দুই বিওপির উদ্বোধন

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:০৬

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি'র দুই বিওপির উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গত মঙ্গলবার (৮ এপ্রিল) ৫৯ বিজিবির অধীনে খড়কপুর ও সুরানপুর বিওপির উদ্বোধন করা হয়েছে। 

নতুন দুটি সীমান্ত পোস্ট (বিওপি) স্থাপন করা হয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায়। এ সিদ্ধান্ত গ্রহণের মূল কারণ ছিল, ভোলাহাট উপজেলার পূর্বের দুটি সীমান্ত পয়েন্ট, ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপি, সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত হওয়ায় চোরাচালান দমনের জন্য টহল কার্যক্রম পরিচালনা করা কঠিন ছিল।  

নতুন বিওপি দুটি স্থাপনের জন্য নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি। এর পর মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তরপশ্চিম রিজিয়ন সদর দপ্তর, রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খড়কপুর বিওপির ১ম পর্ব এবং সুরানপুর বিওপির ২য় পর্বের উদ্বোধন করেন।  

এসময় বিজিবির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজিবি সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সেক্টর কমান্ডার, রাজশাহী, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিজিবির কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সীমান্তে বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বদিউজ্জামান রাজাবাবু/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর