গৌরনদীতে দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, গৌরনদী
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৪৩
-67f4fdb739216.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী তারাকুপি মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় পঞ্চম শ্রেণির স্কুলছাত্র জয় দত্ত নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
এ সময় নিহত জয় দত্তের পরিবার ও স্থানীয়রা সড়কের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য স্পিড বেকার ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবি জানিয়েছেন।
প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ থাকায় সড়কের দুই পাশের প্রায় এক কিলোমিটার এলাকায় যানবাহন আটকে যায়। যা জনসাধারণের জন্য চরম ভোগান্তির সৃষ্টি করে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে থেকে নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাসেল সন্যামত, তপন দত্ত, শান্ত দত্ত, শিমুল সমদ্দারসহ অনেকে। তারা বলেন, সড়কটির এ অংশে দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়দের চলাচলে নিরাপত্তার অভাব রয়েছে।
বক্তারা দাবি করেন, স্পিড বেকার ও জেব্রা ক্রসিং স্থাপন করলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে। স্থানীয়দের নিরাপদে চলাচল নিশ্চিত হবে।
উপস্থিত বক্তারা বলেন, এ সড়কে নিয়মিত শিক্ষার্থীরা ও স্থানীয়রা ঝুঁকির মধ্যে পড়ছেন। নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য তারা শীঘ্রই কার্যকর পদক্ষেপ আশা করেন।
উল্লেখ্য, সোমবার সকালে ওই স্থানেই যাত্রীবাহী বাসের চাপায় পঞ্চম শ্রেণির স্কুলছাত্র জয় দত্ত নিহত হন।
মিজান/এমবি