Logo

সারাদেশ

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৫৮

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা সিয়াম সরকার নামে আরও একজন আহত হন।

মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসেবে রূপগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। আনোয়ার গাউছিয়া এলাকায় কোয়াটারে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার বরাবো এলাকায় একটি অজ্ঞাতনামা ঢাকাগামী ট্রাক অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন ট্রাকের চাপায় নিহত হন। এ সময় আহত সিয়াম সরকারকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টহল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে লাশ হাইওয়ে থানায় রয়েছে। নিহতের পরিবার ও অফিসের লোকজন উপস্থিত রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এন বি আকাশ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর