তাড়াশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৭:২২
-67f506f3afee9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জের তাড়াশে খন্দকার মোয়াজ্জেম হোসেন ওরফে নুরুল ইসলাম নামের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৮ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকইদীঘি গ্রামের মৃত আকবার আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে মানিকগঞ্জের হরিরামপুর থানা এলাকায় এক নারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামি মোয়াজ্জেম হোসেন। পরে এ ঘটনায় হরিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মানিকগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকে আসামি মোয়াজ্জেম হোসেন পলাতক ছিলেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ওই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মনিরুল ইসলাম/এমবি