পটিয়ায় ফুলকলি ফ্যাক্টরি বন্ধের হুঁশিয়ারি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৮:০২
-67f5105b58fcd.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আগামী এক সপ্তাহের মধ্যে ফুলকলি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ।
তিনি বলেন, ফুলকলি ফ্যাক্টরির দূষিত পানি খালে পড়ে পরিবেশ দূষণ ও এলাকার কৃষি জমির চাষাবাদ ব্যাহত হচ্ছে। এছাড়া কৃষি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও মহাসড়ক দিয়ে হাজার হাজার পথচারী দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। ফুলকলি কারখানার বিষাক্ত বর্জ্য খালে পড়ে নানা রোগ ছড়াচ্ছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কৃষি স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ফুলকলি ফ্যাক্টরির সামনে মহাসড়কে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে গাজী সিরাজ উল্লাহ বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ফুলকলি ফ্যাক্টরি বন্ধ করতে হবে। অন্যথায় এলাকাবাসী, কৃষক ও শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় কৃষি স্কুল সংলগ্ন ফুলকলি ফ্যাক্টরির সামনে মহাসড়ক ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল। পটিয়া উপজেলা শ্রমিকদল নেতা জহির উদ্দিন মুহাম্মদ তসলিম ও নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন সাব্বিরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কলিমূল্লাহ চৌধুরী, ধলঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান বাদল, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী, স্কুল পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম মামুন, জাহাঙ্গীর মেম্বার, নুরুল হক মেম্বার, আয়ুব, মুহাম্মদ রহিমুল্লা, খোকন শাহ, ফরিদ, জাহাঙ্গীর, আব্দুল গফুর, বদি, শুক্কুর, আনোয়ার হোসেন, ফাহিম, তানজিদ উদ্দিন, নুরুল আবছার, জিয়াউল হক প্রমুখ।
এম হেলাল উদ্দিন নিরব/এমবি