তিস্তা নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৭
-67f51adf2d58e.jpg)
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই এলাকায় তিস্তা নদী থেকে নিখোঁজের একদিন পর সুমাইয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ডিমলা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল নদীর ভাটির অংশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
শিশুটি উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝারসিংহেশ্বর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান বদি জানান, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সুমাইয়ার বাবা আলমগীর হোসেন বাড়ির পাশে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে শিশু সুমাইয়া তার সঙ্গে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায় এবং তৎক্ষণাৎ নিখোঁজ হয়।
তিনি আরও বলেন, নিখোঁজের পরপরই এলাকাবাসী ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার খোঁজ মেলেনি। পরদিন মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ডিমলা উপজেলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল নদীর ভাটির অংশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ডিমলা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আতাউর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাসেদ খান/এমবি