Logo

সারাদেশ

ক্যারাম খেলা নিয়ে ২ গ্রামের সংঘর্ষ, আহত ২০

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৯:০১

ক্যারাম খেলা নিয়ে ২ গ্রামের সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ষোলরশি গ্রামের কয়েকজন যুবক আতকাপাড়া গ্রামে ক্যারাম খেলতে যান। এ সময় খেলার একপর্যায়ে দুই গ্রামের যুবকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। যা পরে মারধরে গড়ায়। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে উত্তেজনা ফের বৃদ্ধি পায়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় আহতদের ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব জানান, ক্যারাম খেলাকে কেন্দ্র করে ভৈরব ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আব্দুর রউফ ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর