মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রিন্সের

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৯:০৭
-67f51f804f2ca.jpg)
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মঙ্গলবার (৮ এপ্রিল) ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার যুগলী ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘ফিলিস্তিনীদের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলায় বিশ্ব মানবতা চুপ থাকতে পারে না। তুমুল প্রতিবাদ ও বিক্ষোভের মাধ্যমে ইসরায়েলের আগ্রাসী শক্তির মোকাবেলা করতে হবে।’
প্রিন্স বলেন, ‘ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশুদের ওপর ইসরায়েলি হামলার ঘটনায় আন্তর্জাতিক সমাজকে নীরবতা ভেঙে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নির্বাচন প্রলম্বিত করার পেছনে মহল বিশেষের অসৎ উদ্দেশ্য কাজ করছে।’
এছাড়া, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। প্রিন্স বলেন, বিএনপিকে জনগণের চাপে তার পথ খুঁজে নিতে হবে।
এছাড়া তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছিয়ে দিতে হবে এবং সকল শ্রেণি-পেশার মানুষকে বিএনপির কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।’
তিনি বলেন, ‘দলের মধ্যে বিপথগামী কেউ থাকলে তাদের সংশোধন করতে হবে, না হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরফান আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগির আলম বিপ্লবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া, সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, মিজানুর রহমান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, আবুল কাশেম, অধ্যাপক শাহজাহান মাহমুদ, আবদুশ সাত্তার এবং আল আমিন চমক সহ অন্যান্য বিএনপি নেতা-কর্মীরা।
ওমর ফারুক আকাশ/এমআই