Logo

সারাদেশ

বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, ১৫ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৯:৩১

বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, ১৫ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দলটির কর্মী সাইজ উদ্দিন দেওয়ান (৪০) হত্যার পর ১৫টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিএনপিকর্মী সাইজ উদ্দিন উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাষিয়া গ্রামের বাসিন্দা। তিনি তিন মাস আগে স্পেন থেকে দেশে আসেন।

অভিযোগ উঠেছে, রায়পুর উপজেলা কৃষক দলের সদস্যসচিব জিএম শামীমের অনুসারীরা উত্তর চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহমেদ উল্যা গাজী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন খান ও সদস্য আনোয়ার মালের বসতঘরে অগ্নিসংযোগ করেন। এসব ভুক্তভোগীরা বিএনপি নেতা ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকেই উত্তর চরবংশী ইউনিয়নে কৃষক দল নেতা শামীম গাজী ও বিএনপি নেতা ফারুক কবিরাজের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি পায়। এর জেরে দুই দফায় তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে নিহত হন সাইজ উদ্দিন দেওয়ান। তিনি শামীমের অনুসারী ছিলেন।

সোমবার (৭ এপ্রিল) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারীদের মধ্যে আরও সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। ঘটনার সময় শামীমের অনুসারীরা বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি ও জিহাদ হোসাইনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

এরপর মঙ্গলবার সংঘর্ষের পরবর্তী সময়ে শামীমের অনুসারীরা ফারুক কবিরাজের অনুসারীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। তবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় কোনো মামলা না হওয়ার কারণে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক রয়েছি।

মোস্তাফিজুর রহমান টিপু/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর