কুলাউড়ায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৬
-67f52b11ae319.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে মামলার আসামি মো. শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় দুষ্কৃতিকারীরা। এ হামলায় আহত হয়েছেন এসআই মো. ছাদেক মিয়া।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে কুলাউড়া থানার ভাটেরা রাবার বাগানের মেইন গেটে এ ঘটনা ঘটে। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১) ও ইমন মিয়া (২৯)। এদের সবার বাড়ি কলিমাবাদ গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. শহিদ মিয়াকে গ্রেপ্তারের জন্য এসআই মো. ছাদেক মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। আসামি শহিদ মিয়াকে আটক করে নিয়ে আসার সময় ভাটেরা রাবার বাগানের মেইন গেটে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশকে লক্ষ্য করে গালাগালি শুরু করে। একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে ফিরে এসে এসআই মো. ছাদেক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং ১০(০৪) ২৫) দায়ের করেন। পরে রাতেই ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, গ্রেপ্তার ৪ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি মো. শহিদ মিয়াসহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জিয়াউল হক জিয়া/এমবি