
বাংলাদেশ থেকে নেপালে আলু রপ্তানিতে গতি বেড়েছে। ঈদের ছুটি শেষে ফের সক্রিয় হয়েছে রপ্তানি কার্যক্রম। পঞ্চগড়ের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে আরও ৩১৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে।
এর মাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৫০ মেট্রিক টন আলু পাড়ি জমাল হিমালয়ের দেশে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ চালানটি রপ্তানি করেছে দেশের চারটি প্রতিষ্ঠান—থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্রসেস এগ্রো। আলুগুলো সংগ্রহ করা হয়েছে রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কৃষকদের কাছ থেকে।
উজ্জ্বল আরও জানান, রপ্তানির আগে প্রতিটি চালান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। স্বাস্থ্যসনদ ও ছাড়পত্র দেওয়ার পরই আলুগুলো নেপালে প্রবেশ করে।
এর আগে, গত রোববার ও সোমবার (৬ ও ৭ এপ্রিল) বাংলাবান্ধা বন্দর দিয়ে ২৫০ মেট্রিক টন করে মোট ৫০০ মেট্রিক টন আলু রপ্তানি হয়।
প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে শুধু আলুই নয়, নিয়মিত রপ্তানি হচ্ছে পাট, ওষুধ, ওয়ালটন ও প্রাণ ব্র্যান্ডের পণ্য, জুস, ব্যাটারি ও মোটরসাইকেল। অপরদিকে আমদানি হচ্ছে, মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, প্লাস্টিক দানা, যন্ত্রপাতি, রেললাইনের স্লিপার, আদা, খইল ও চিটাগুড়।
এটিআর/