Logo

সারাদেশ

ভোলায় রাতের আঁধারে সরকারি চাল পাচারের অভিযোগ

Icon

লালমোহন (ভোলা)‌ প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:২৩

ভোলায় রাতের আঁধারে সরকারি চাল পাচারের অভিযোগ

ভোলার লালমোহন উপজেলায় সরকারি চাল পাচারের অভিযোগ উঠেছে খাদ্য গুদামের শ্রমিকদের বিরুদ্ধে। সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাদ্য গুদাম এলাকা থেকে কয়েকটি অটোরিকশায় করে অন্তত ৯০০ কেজি চাল সরানোর চিত্র ধরা পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে চাল বোঝাইয়ের দৃশ্য দেখা যায়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ১৮ জন শ্রমিক রাতের আঁধারে খাদ্য গুদাম থেকে চাল নিচ্ছিলেন। 

জানতে চাইলে এক শ্রমিক মো. রিপন বলেন, ‘বিভিন্ন ইউনিয়নে চাল পৌঁছানোর সময় আমাদের শ্রমিকদের জন্য চাল রেখে যান সংশ্লিষ্টরা। পরে ওসিএলএসডি স্যার সেগুলো আমাদের মধ্যে ভাগ করে দেন। আমাদের ১৮ জনের জন্য ৫০ কেজি করে চাল পড়েছে। দিনের বেলায় সবাই ব্যস্ত থাকায় রাতে আমরা চাল নিচ্ছি।’  

এ বিষয়ে লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, ‘আমি কোনো শ্রমিককে চাল দেইনি। ইউনিয়নের চেয়ারম্যান বা সচিবরা চাল বিতরণের সময় বাইরে কোথাও রেখে গেলে সেটা আমাদের জানার কথা না।’  

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, ‘ঘটনার বিষয়ে আমার জানা ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’  

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর