সরাইলে সিএনজি চুরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে সিএনজি অটোরিকশা চুরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে টানা তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় অন্তত কয়েকটি বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রমজানের শেষ দিকে তেরকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। ওই ঘটনায় বারেক গোষ্ঠীর লোকজনের ওপর চুরির অভিযোগ ওঠে। শুরুতে এ নিয়ে উত্তেজনা থাকলেও সোমবার রাতে চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর মধ্যে প্রথম দফা সংঘর্ষ বাধে।
পরদিন মঙ্গলবার সকালে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করে। তখন মঙ্গলের গোষ্ঠী, সরদার বাড়ি ও হাজী বাড়ির লোকজনও উভয় পক্ষের হয়ে সংঘর্ষে জড়ান। ধানি জমি, বসতভিটা ও গ্রামজুড়ে চলে ইট-পাটকেল নিক্ষেপ, লাঠিসোটা ও ধারালো অস্ত্রের ব্যবহার। সংঘর্ষে অন্তত ২৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। কিছু ঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। গ্রামবাসীর আশঙ্কা, সহিংসতা আবারও ছড়িয়ে পড়তে পারে।
সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
তিনি আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
এমএইচএস