Logo

সারাদেশ

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ট্রাকের ধাক্কায় নিহত ৩

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:৫২

আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০৫

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ট্রাকের ধাক্কায় নিহত ৩

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটি ট্রাকের ধাক্কায় তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মুংলা রায়ের ছেলে বিধান কুমার রায় (১৭), একই গ্রামের বাদল রায়ের ছেলে সুদেব রায় ওরফে রাজারাম বাবু (১৮) ও আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে সামাউল ইসলাম (১৯)।

আহতরা হলেন- আলী হোসেনের ছেলে সাজু (২৩), আনোয়ার মোল্লার ছেলে হোসাইন (১৯) ও আব্দুল আলীমের ছেলে সিয়াম (১৮)।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, নিহত দুই যুবক মোটরসাইকেলে করে জীবননগর থেকে বাড়ি ফিরছিলেন। কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রধান সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং চারজন গুরুতর আহত হন।

আহতদের প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মাসুদ হোসেন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা বলেন, মোটরসাইকেল দুটির বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত ও চার যুবক গুরুতর আহত হন। মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

বুরহান উদ্দীন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর