Logo

সারাদেশ

স্মার্টফোন ‘কেড়ে নেওয়ায়’ শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:২৭

স্মার্টফোন ‘কেড়ে নেওয়ায়’ শিক্ষার্থীর আত্মহত্যা

কক্সবাজারের উখিয়ায় ‘স্মার্টফোন কেড়ে নেওয়ায়’ মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আজিজ (১৪) আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আজিজ একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, আসরের নামাজের পর গাছের বাগানে আজিজের লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশকে খবর দিলে সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, সকালে আজিজের মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল। তার মা পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য স্মার্টফোনটি নিয়ে ফেলেন। যা নিয়ে আজিজ রাগ করে আত্মহত্যার পথ বেছে নেয়।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহাজাহান জানান, আজিজ এলাকার মেধাবী শিক্ষার্থী ছিল। হঠাৎ শুনেছি সে আত্মহত্যা করেছে। পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সকালে স্মার্টফোন নিয়েছে পরিবার। তাই অভিমান করে বাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, তদন্তের মাধ্যমে বিষয়টির বিস্তারিত জানা যাবে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত নয়। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর