Logo

সারাদেশ

দিনাজপুর বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১৮২৪১০

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৩:০২

দিনাজপুর বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১৮২৪১০

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এসব পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন।

এ বছর বিজ্ঞান বিভাগে ৯৭ হাজার ৭০৮ জন, মানবিক বিভাগে ৮২ হাজার ৩৮৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এছাড়া পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৬৪৩ জন নিয়মিত, ৩২ হাজার ৪৪৩ জন অনিয়মিত এবং ৩২৪ জন জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী।

অপরদিকে অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীর মধ্যে এক বিষয়ে ১৮ হাজার ৭৫৩ জন, দুই বিষয়ে ৭ হাজার ৬৮০ জন, তিন বিষয়ে ২ হাজার ৪১৯ জন, চার বিষয়ে ৭১০ জন ও সব বিষয়ে ২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী বলেন, এবারের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ২৮০টি কেন্দ্র হতে ২ হাজার ৭৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে রয়েছে- রংপুর জেলায় ৫১টি কেন্দ্রে পরীক্ষর্থী ৩২ হাজার ৯৮৫ জন, গাইবান্ধায় ৪০টি কেন্দ্রে পরীক্ষর্থী ২৫ হাজার ৩০৩ জন, নীলফামারীতে ২৭টি কেন্দ্রে পরীক্ষর্থী ২১ হাজার ১২১ জন, কুড়িগ্রামে ৩৪টি কেন্দ্রে পরীক্ষর্থী ২০ হাজার ৫৩৪ জন, লালমনিরহাটে ২০টি কেন্দ্রে পরীক্ষর্থী ১৩ হাজার ৮৫৫ জন, দিনাজপুরে ৬২টি কেন্দ্রে পরীক্ষর্থী ৩৮ হাজার ১৩২ জন, ঠাকুরগাঁয়ে ২৪টি কেন্দ্রে পরীক্ষর্থী ১৭ হাজার ৯৮৪ জন ও পঞ্চগড়ে ২২টি কেন্দ্রে পরীক্ষর্থী ১২ হাজার ৪৯৬ জন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

রহমত আল আকাশ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর