-67f62c4381618.jpg)
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় রাতের আঁধারে বাড়িতে ঢুকে আবুল হোসেন (৫৫) নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের ভাই মোহাম্মদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন গভীর রাতে ঘরে ঢুকে তার ভাই আবুল হোসেনকে গুলি করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, কালারমারছড়ায় গুলিবিদ্ধ হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি