-67f630fae1ef8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে মাদকবিরোধী অভিযানে তিন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এ রায় প্রদান করেন।
দণ্ডিতরা হলেন—দাগনভূঞা উপজেলার পশ্চিম রামনগর গ্রামের আবু সাঈদ জসিমের ছেলে মো. আবু সাফিন জিশাদ (২৩), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার গয়া গ্রামের আবদুল হামিদের ছেলে মো. আলাউল (২৩), এবং ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার আলাউদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম শিমুল (৩১)।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবু তাহেরের নেতৃত্বে গঠিত রেইডিং টিম মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত ফেনী মডেল থানার রেলওয়ে স্টেশন ও বারাহিপুর রেল গেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজাসহ তিন মাদকাসক্তকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন আবু সাফিন জিশাদ ও আলাউদ্দিনকে ১৫ দিন, নুরুল ইসলাম শিমুলকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন। দণ্ডিতদের রাতের মধ্যে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানিয়েছেন, ফেনীতে মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এম. এমরান পাটোয়ারী/এআরএস