কটিয়াদীতে এসএসসি পরীক্ষার কেন্দ্র সংলগ্ন মাঠে মেলা বন্ধের দাবি

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৫:০৫
-67f63860611ac.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সরকারি কলেজ মাঠে আসন্ন বাণিজ্য মেলার আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। আর এরই মধ্যে ১৪ এপ্রিল বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে বলে জানা গেছে।
পরীক্ষা কেন্দ্র সংলগ্ন মাঠে মেলা আয়োজনের কারণে শিক্ষার্থীদের পড়াশুনায় বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা বিএনপির পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। এতে এলাকার বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন। তারা জানিয়েছেন, মেলার আয়োজনের কারণে পরীক্ষার পরিবেশ নষ্ট হবে এবং শিক্ষার্থীদের পড়াশুনায় প্রভাব পড়বে।
এতে স্বাক্ষর করেছেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, শফিকুল রহমান বাদল, মো. শহিদুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল হক চান মিয়া মাস্টার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহ জাহান সিরাজী, মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, কটিয়াদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শরীফ প্রমুখ।
কটিয়াদী বাজার বণিক সমিতি মেলার আয়োজনের দায়িত্বে রয়েছে। সমিতির আহ্বায়ক ইলিয়াছ আলীর নেতৃত্বে এর কার্যক্রম চলমান। তবে গত সরকারি সময়ে এ মাঠে অনুষ্ঠিত মেলায় উচ্চ শব্দের মাইকিং, কুপন বিক্রি ও লটারির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ফলে শিক্ষার্থীদের পড়াশুনার পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়েছিল।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান বিষয়টি নিয়ে জানিয়েছেন, মেলা বন্ধের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মিজান/এমবি