Logo

সারাদেশ

বান্দরবানে বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৫:১৪

বান্দরবানে বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানে কালাঘাটা এলাকায় বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

বুধবার (৯ এপ্রিল) সকালে বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে মুক্তমঞ্চের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপির নেতা আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, বিএনপি নেতা শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, আইয়ুব খান প্রমুখ।

সমাবেশে সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিএনপি অফিস ভাংচুরে জড়িত আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তাদের খোঁজে খোঁজে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।

সোহেল কান্তি নাথ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর