আল্লাহকে নিয়ে কটূক্তি, যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৫:৪১

মেহেরপুর শহরে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় হাফিজুল নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
হাফিজুল গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের বাসিন্দা বাবলুর ছেলে।
জানা গেছে, মেহেরপুর প্রেসক্লাবের সামনে জেলা তৌহিদী জনতার উদ্যোগে ইসলাম, মুসলিম, ঈমান ও ফিলিস্তিন নিয়ে কটূক্তি করার প্রতিবাদে একটি মানববন্ধন চলছিল। মানববন্ধনের সময় হাফিজুল মহান আল্লাহতালার নামে কটূক্তি করলে প্রতিবাদ জানিয়ে উপস্থিত জনতা তাকে গণধোলাই দেয়। পরে, তাকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি হুসাইন আহমাদ, সেক্রেটারি মুফতি মিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুর রহমানসহ স্থানীয় তৌহিদী জনতা।