ধামরাইয়ে ৬০০ কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৮
-67f6425117076.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ আয়োজনে রাজস্ব কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে ধামরাই উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশচন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউজ্জামান শাহিন, আওলাদ হোসেন, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমানসহ কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।
এ বছর ২০২৫-২৬ অর্থবছরের মৌসুমী আউশ ধানের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে রাজস্ব প্রণোদনার আওতায় ৬০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
নবীন চৌধুরী/এমবি