Logo

সারাদেশ

পলাশে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ৪ জনের সাজা

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৭:১৯

পলাশে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ৪ জনের সাজা

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর পলাশে অবৈধভাবে মাটি কাটার দায়ে চারজনকে আটক করে ১৫ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ এপ্রিল) সকালে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন।

সাজাপ্রাপ্তরা হলেন- গাজীপুরের পূবাইল এলাকার সেলিম মিয়ার ছেলে মামুন মিয়া, হোসেন আলীর ছেলে রুবেল মাহমুদ, মফিজ উদ্দিনের ছেলে পারভেজ মোল্লা ও রহিম কাজীর ছেলে কাজী রোমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসাইন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভিরিন্দা গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে ভ্যাকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। পরে মাটি কাটায় সরাসরি জড়িত থাকার জন্য তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিন করে সাজা প্রদান করেন।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর