Logo

সারাদেশ

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৭:৩৫

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর গ্রামে ট্রাকের ধাক্কায় ৬৫ বছর বয়সী বৃদ্ধ সামসুল হক নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা তেতুলবাড়িয়া ভায়া নবীনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামসুল হকের ছেলে শামীম হোসেন জানান, সকালে তার বাবা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে পাখিভ্যানে বাড়ি ফিরছিলেন। এ সময় নওপাড়া বাজার পার হয়ে নবীনপুরের কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়।

এ ঘটনায় সামসুল হক মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু কুষ্টিয়া যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ট্রাকটি স্থানীয়রা আটক করতে সক্ষম হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আকতারুজ্জামান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর