পরকীয়া দেখে ফেলায় যুবককে পিটিয়ে হত্যা, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৯:০৭

বগুড়ার শেরপুর উপজেলায় দেবর-ভাবির পরকীয়ার সম্পর্ক দেখে ফেলায় কাবিল হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত কাবিল উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের শাজাহান আলীর ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
জানা গেছে, সোমবার (৭ এপ্রিল) রাতে এ হত্যাকাণ্ড ঘটে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে গোসাইবাড়ী বটতলা বাজারে নিহত কাবিলের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে নিহতের স্ত্রী শাপলা খাতুন, ভাই হাবিল হোসেন, প্রতিবেশী খাদিজা, মোরশেদা, রূপালীসহ অনেকে দাবি করেন, প্রবাসীর স্ত্রী সুমাইয়া খাতুন ও দেবর সজিবের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। কাবিল ঘটনাটি দেখে ফেলায় এবং প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
নিহতের বাবা শাজাহান আলী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে শেরপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন নিহতের ফুফাতো ভাই সজিব, প্রবাসীর স্ত্রী সুমাইয়া খাতুন এবং সজিবের বাবা সাইফুল ইসলাম। ইতিমধ্যে পুলিশ গোলাম আজম (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি গোসাইবাড়ী কলোনী এলাকার শহিদুল ইসলামের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, সুমাইয়ার সঙ্গে ফোনালাপে সম্পর্কের অভিযোগে ক্ষুব্ধ হয়ে আসামিরা ৭ এপ্রিল রাতে কৌশলে কাবিলকে ডেকে নিয়ে হাটগাড়ি তালপট্টি এলাকায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
আব্দুল ওয়াদুদ/এমআই