
রাজশাহীতে একটি প্রাইভেট হাসপাতালে কোমরের অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বেনু বেগম (৭০) নামে এক নারী রোগীর। ঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার মঞ্জু হাসপাতালে।
এদিন, গত ৬ এপ্রিল কোমরের জয়েন্টে আঘাত পেয়ে বেনু বেগমকে মঞ্জু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরবর্তী সময়ে তার অপারেশন করেন। তবে অপারেশন পরবর্তী ২৪ ঘণ্টা তাকে কোনো পর্যবেক্ষণ কক্ষে না রেখে সরাসরি ওয়ার্ডে রাখা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে অপারেশনটি সম্পন্ন হয়।
বুধবার সকালে বেনু বেগমের শ্বাসকষ্ট শুরু হয় এবং তাকে অক্সিজেন প্রয়োজন হলে হাসপাতালে কোনো চিকিৎসক বা নার্স উপস্থিত ছিলেন না। এমনকি অক্সিজেন সিলিন্ডারও ছিল না। রোগীকে জরুরি চিকিৎসা না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি মারা যান।
মৃত বেনু বেগমের স্বজনরা অভিযোগ করেছেন, চিকিৎসার অবহেলার কারণে তাদের প্রিয়জনের মৃত্যু হয়েছে। তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুরের চেষ্টা করেন। পরে পুলিশ, স্থানীয় বিএনপি নেতারা এসে পরিস্থিতি সামাল দেন এবং বিষয়টি সমঝোতা করা হয়।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।’
মিখাইল স্মরেন/এমআই