বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থী-অভিভাবকদের পাশে ছাত্রদল

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৪৯

চার মাসের শিশু কন্যাকে কোলে নিয়ে বড় ছেলে আবু রায়হানকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এসেছেন ঝুমা বেগম। স্বামী প্রবাসে, বাড়িতে কেউ নেই। তাই বাধ্য হয়েই ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছেলেকে নিয়ে এসেছেন বাগেরহাট সদর উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ে।
কিন্তু বিশাল পরীক্ষাকেন্দ্রে এসে কোথায় পরীক্ষা দিতে হবে, কোন রুমে বসতে হবে—সব মিলিয়ে দিশেহারা মা-ছেলে। ঠিক তখনই পাশে দাঁড়ায় বাগেরহাট জেলা ছাত্রদলের কয়েকজন সদস্য। হল খোঁজা থেকে শুরু করে পরীক্ষার আসন খুঁজে দেওয়া—সবকিছুতেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা।
ঝুমা বেগম বলেন, ‘আমি একা এতদূর আসতে ভয় পাচ্ছিলাম। এখানে এসে ছাত্রদলের ছেলেরা যে সাহায্য করেছে, তাতে সত্যিই কৃতজ্ঞ।’
অন্য এক অভিভাবক মাহফুজুর রহমান বলেন, ‘প্রচণ্ড এই গরমে অসুস্থ বোধ হচ্ছিল। তখনই ছাত্রদলের সদস্যরা এসে আমাকে স্যালাইন ও পানি খাওয়ায় এবং নিরাপদ স্থানে অবস্থান করায়। এই উদ্যোগগুলো যদি সব জায়গায় হয়, তাহলে পরীক্ষার্থীদের অনেক উপকার হয়। রাজনীতির এমন মানবিক রূপ খুবই প্রয়োজন।’
শুধু ঝুমা বেগম বা মাহফুজুর রহমানের ঘটনাই নয়, এ রকম বহু শিক্ষার্থী ও অভিভাবককে পরীক্ষার দিনে সহযোগিতা করছে বাগেরহাট জেলা ছাত্রদল। কারও দেরি হয়ে গেলে ছাত্রদলের সদস্যরা বাইক সার্ভিস দিয়ে পরীক্ষার্থীদের হলে পৌঁছে দিচ্ছেন।
এ ছাড়া পরীক্ষাকেন্দ্রের সামনে স্থাপন করা হয়েছে ‘ছাত্রদলের মানবিক বুথ’, যেখানে কলম, স্যালাইন ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। একই ব্যবস্থা দেখা গেছে সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল, ভোকেশনাল ইনস্টিটিউট এবং কালিমালিয়া মাদ্রাসার সামনেও।
পরীক্ষার্থী আবু রায়হান বলেন, ‘হলে ঢোকার আগে খুব চিন্তায় ছিলাম, কিন্তু ভাইয়েরা যেভাবে সাহায্য করল, সেটা মনে থাকবে সারাজীবন। তারা আমার বড় ভাইয়ের জায়গাটা পূরণ করে দিয়েছেন।’
আরেক পরীক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘গরমে অসুস্থ লাগছিল। একজন আপু এসে স্যালাইন দিলেন। খেয়ে ভালো লাগছে। ছাত্রদলের এই উদ্যোগ খুবই ভালো।’
সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষক নেতা মো. খালেকুজ্জামান বলেন, ‘ছাত্ররাজনীতি যদি এমন মানবিক উদ্যোগে সক্রিয় থাকে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। ছাত্রদলের এই কার্যক্রম অন্যদের জন্যও অনুকরণীয়।’
জেলা ছাত্রদলনেতা শেখ আল মামুন বলেন, ‘রাজনীতি মানেই দেশ ও জনগণের সেবা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততা ও মেধার রাজনীতির আদর্শ স্থপতি। আমরা তারই আদর্শে গড়া জিয়ার সৈনিক।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষাঙ্গনে একটি শান্তিপূর্ণ ও উপযুক্ত শিক্ষার পরিবেশ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
শেখ আবু তালেব/এটিআর