Logo

সারাদেশ

প্রধান শিক্ষক পলাতক

প্রবেশপত্র না পেয়ে কাঁদছেন এসএসসি পরীক্ষার্থীরা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৩:৫৪

প্রবেশপত্র না পেয়ে কাঁদছেন এসএসসি পরীক্ষার্থীরা

সারাদেশে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নিতে পারেনি কক্সবাজারের উখিয়ার একটি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তারা বিদ্যালয়ের গেটে তালা দেখে কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রবেশপত্র না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে এক স্কুলে ১৩ জন পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়নি। ফলে বৃহস্পতিবার তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়ার একটি প্রতিষ্ঠানের ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি কিছুক্ষণ আগে। স্কুল কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, তারা চট্টগ্রাম বোর্ডে ফরম পূরণ করেনি।

তিনি বলেন, ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেব। 

পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা এক শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, আমার মেয়ের ফরম পূরণের টাকা দিয়েছি। সকালে প্রবেশপত্র দেওয়ার কথা। এখানে এসে দেখি স্কুল তালাবদ্ধ। প্রধান শিক্ষক পলাতক।

উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইমতিয়াজ মাহমুদ ইমন/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর