ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৪:৪১
-67f7843e4a616.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিটির সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মাওলা ফারানীকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৯ এপ্রিল) বিকেলে শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শেখ মঞ্জুরে মাওলা ফারানী ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকার মামুন মিয়ার ছেলে। তাকে রাত সাড়ে ৯টার দিকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, ফারানীকে থানায় আনার খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা তার দিকে ডিম ছুঁড়ে মারেন এবং বিচারের দাবিতে স্লোগানে উত্তপ্ত করে তোলেন পুরো এলাকা।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, শেখ মঞ্জুরে মাওলা ফারানী ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। র্যাব তাকে গ্রেপ্তারের পর আমাদের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
লিটন হোসাইন জিহাদ/এমবি