-67f7897729c89.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণায় করে নেওয়া ৬ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে তুলে দিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে মালিকদের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা তুলে দেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম।
পুলিশ সুপার জানান, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে মেহেরপুরের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ১০৭টি মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬ লাখ ৭ হাজার টাকা দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।
উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে মেহেরপুর সদর থানা এলাকার ৬১টি, গাংনী থানার ১৬টি ও মুজিবনগর থানার ৩০টি মোবাইল রয়েছে। এছাড়া সদর থানা এলাকায় সংঘটিত প্রতারণার ঘটনায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া পুরো অর্থ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল করিম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম বলেন, প্রযুক্তির সাহায্যে আমরা এ উদ্ধার অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আকতারুজ্কামান/এমবি