প্রবাসীর জমি অবৈধ দখলের অভিযোগে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৫:০৬
-67f78a203e6d3.jpg)
ফরিদপুরের বোয়ালমারীতে প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। উপজেলার পূর্ব ভাটদী বাজার সংলগ্ন এলাকায় দুবাই প্রবাসী আব্দুল আহাদ মিয়ার পৈত্রিক ও ক্রয়কৃত মোট ১৩.৯২ শতাংশ জমি নিজের বলে দাবি করে দখলে নিয়েছেন তারই বড় ভাই, স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ কয়েকজন।
আহাদ মিয়া জানান, তাদের বাবা কোবাত হোসেন মিয়া ১৯৮১ সালে শতদল বাসিনী কুন্ডুর কাছ থেকে ৫৮ শতাংশ জমি ক্রয় করেন। মৃত্যুর পর সন্তানরা ওয়ারিশ হিসেবে জমির মালিক হন। এর মধ্যে আহাদ মিয়া ১১.৬০ শতাংশ পৈত্রিক ও ২.৩২ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে ছিলেন। প্রবাসে থাকাকালীন জমি দখল করে নেওয়া হয়। দেশে ফিরে ১৪ মার্চ ২০২৫ জমি ছাড়ার অনুরোধ করলে আসামিরা তা অস্বীকার করেন।
এ ঘটনায় তিনি বোয়ালমারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সি.আর. নং ১৬৬/২৫) মামলা দায়ের করেন। আহাদ মিয়া বলেন, ‘আমি আমার ও বোনদের জমি ফেরত চাই এবং ন্যায়বিচার প্রত্যাশা করি।’
এমএম জামান/বিএইচ