পুলিশে অনেক পরিবর্তন এসেছে, আরও আসবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৫:১৪
-67f78bed3c6cb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পুলিশে অনেক পরিবর্তন এসেছে, আরও আসবে। পুলিশের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পুলিশের মনোবল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক পরিবর্তন এসেছে, আরও আসবে। যে যা-ই বলুক, আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। অনেক সময় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেরি হয়- কারণ, নানা সংকট রয়েছে। ৫ আগস্টের সময় অনেক গাড়ি ও থানা পুড়েছিল। এখনো নতুন গাড়ি সরবরাহ করা সম্ভব হয়নি। বাজেট বরাদ্দ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
‘মব’ কমে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘সিলেটে যেসব ‘মবসংক্রান্ত’ ঘটনা ঘটেছে, সেসবের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। কোনো ছাড় নেই- যে অন্যায় করবে, তাকেই আইনের মুখোমুখি হতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘এখনো সব অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। তবে সকল বাহিনী মিলে চেষ্টা করছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নিরাপত্তা ঝুঁকি থেকেই যাবে।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে নতুন কোনো তথ্য নেই।’
রেজাউল হক ডালিম/এআরএস/এমআই