Logo

সারাদেশ

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৫:৩৩

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জের কামারখন্দে ১৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়, কামারখন্দ থানার কুটিরচর সোনার মদিনা মিল সংলগ্ন নলকা-সিরাজগঞ্জগামী মহাসড়কের পাশে ১৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুরের পীরগঞ্জের বগের বাড়ি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া (২৮) ও সিরাজগঞ্জের কামারখন্দ থানার কুটিরচর গ্রামের মো. মাহমুদুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫)।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা নিজের হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে কামারখন্দসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফিরোজ আল আমিন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর