Logo

সারাদেশ

মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৫:৪৪

মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী বুড়িপোঁতা গ্রামে পুকুরের পানিতে ডুবে মরিয়ম খাতুন ওরফে মিতু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিতু বুড়িপোঁতা গ্রামের উত্তরপাড়া এলাকার আব্দুল মালেক ওরফে সাহেব আলীর মেয়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, দুপুরে শিশুটি বাড়ির বাইরে খেলতে গিয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের হেফাজতে রাখা হয়।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর