Logo

সারাদেশ

শরীরে আগুন দিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৭:২৭

শরীরে আগুন দিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন আশিকুর রহমান (৩০)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। 

আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মোশাররফ হোসেনের মেঝো ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে নিজঘরে শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা তাকে রাজধানীর জাতীয় বার্ণ ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, যুবলীগ নেতা আশিকুর রহমান ৩ দিন আগে শরীরে আগুন দেয়। পরে তাকে জাতীয় বার্ণ ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সজীব হোসেন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর