Logo

সারাদেশ

অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

Icon

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২১:১৪

অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

ছবি : বাংলাদেশের খবর

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ড একটি সফল অভিযান চালিয়ে ৩৩ জন জেলেকে এবং ৬ নারীসহ তাদের অপহরণের শিকার হওয়া ১৬টি নৌকাকে উদ্ধার করেছে।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাতদল করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। পরবর্তী সময়ে, কোস্ট গার্ডের মোংলা ও নলিয়ান স্টেশন এক বিশেষ অভিযান পরিচালনা করে।  

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ফাঁকা গুলি ছুড়ে বনের গভীরে পালিয়ে যায়। পরবর্তীতে, তাদের আস্তানা থেকে ৬ নারীসহ ৩৩ জন জেলে ও ১৬টি নৌকা উদ্ধার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভুক্তভোগীরা ৯ এপ্রিল সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা থেকে সুন্দরবনে যান। সেখানে পৌঁছালে ডাকাতদল তাদের অপহরণ করে এবং প্রতিজন থেকে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।  

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসাসেবা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, কোস্ট গার্ড সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা টহল অব্যাহত রাখছে এবং ভবিষ্যতেও এরকম কার্যক্রম চালিয়ে যাবে।  

এদিকে, এই অভিযান সুন্দরবনের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

এস.এম. সাইফুল ইসলাম কবির/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর